পিবিএ,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া: গত সোমবার জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী ঘুর্ণি ঝড়ে লন্ড ভন্ড ও ক্ষতিগ্রস্থ হওয়া এলাকা পরিদর্শনে ও নারীর টানে আর নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ভালবাসায় মঙ্গলবারই ঢাকা থেকে নাসিরনগরে চলে আসেন সাংসদ আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। ওই দিন বিকেলে ও রাতে নাসিরপুর, নাসিরনগর সদর সহ বিভিন্ন জায়গা ঘুরে নিজ চোখে অবলোকন করেন ক্ষতি গ্রস্থ মানুষের দুঃখ দুর্দশা। পাশাপাশি ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তারও আশ্বাস দেন তিনি।
আজ বুধবার সকাল থেকেই বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল, শ্রীঘর,বুড়িশ্বর ও ধরমন্ডল ইউনিয়নের বিভিন্ন ক্ষত্রিগ্রস্থ এলাকায় নিজ চোখে পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মানুষের এই বিপদের সময়ে প্রিয় নেতাকে কাছে পেয়ে খুশি এলাকার ক্ষতিগ্রস্থ সহ সাধারণ মানুষ ও দলীয় কর্মী সমর্থকরা।
পিবিএ/এফএস