দারুণ বোলিংয়ে নাহিদা আক্তার নিলেন পাঁচ উইকেট। মেয়েদের টি-টোয়েন্টিতেই এমন ঘটনা ঘটেছে দ্বিতীয়বার। কিন্তু বোলিং ফিগারের দিক থেকে সেরা নাহিদার বোলিংই। তার এমন দুর্দান্ত বোলিংয়ে কেনিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।
মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কেনিয়া। আগে ব্যাট করতে নেমে শুরুতে বেশ বিপদেই পড়ে বাংলাদেশের মেয়েরা। ইনিংস উদ্বোধনে নামা মুর্শিদা খাতুনের ১৯ বলে ২৬ রান ছাড়া রান পাননি টপ অর্ডারের কেউ।
তবে শেষদিকে টাইগ্রেসদের ইনিংস লম্বা করায় মূল ভূমিকা রাখেন সালমা খাতুন ও রিতু মণি। ৩ চারে ৩২ বলে ৩৩ রান করে সালমা ও ৩৪ বলে ২৯ রান করে রিতু অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে বাংলাদেশ। কেনিয়ার পক্ষে ৪ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন কোয়েন্টার আবদেল।
জবাব দিতে নেমে কোনোরকম প্রতিরোধই গড়তে পারেনি কেনিয়ার মেয়েরা। অনেকটা একাই লড়াই করেন সারণ জমা। ৪ চারে ২০ বলে ২৪ রান করেন তিনি। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের কোটায়।
১২ ওভার ৪ বল খেলেই মাত্র ৪৫ রানে অলআউট হয়ে যায় কেনিয়া। বাংলাদেশের পক্ষে ৩ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। প্রথম ম্যাচে স্বাগতিক মালেশিয়ার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেল নিগার সুলতানা জ্যোতির দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১২৫/৬, ২০ ওভার (মুর্শিদা ২৬, সালমা ৩৩*, রিতু ৩৯*; অ্যাবেল ৪-০-১৪-৩, ওচিং ৪-০-২১-২, ইদাম্বো ৪-০-৩২-১)।
কেনিয়া: ৪৫/১০ ১২ ওভার ৪ বল (জুমা ২৪, অ্যাবেল ৯; সালমা ৩-০-১৫-১, সুরাইয়া ২-০-৫-১, রুমানা ২-০-৮-১, নাহিদা ৩.৪-১-১২-৫, মেঘলা ২-০-৫-১)।
ফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: নাহিদা আক্তার।