নাৎসির আদর্শেই আরএসএস অনুপ্রাণিত: ইমরান খান

পিবিএ ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে সবরকম সম্পর্ক চুকিয়ে দেওয়ার ক্ষেত্রে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তিনি চরম আক্রমণ করলেন আরএসএস-কে!

কাশ্মীর সম্পর্কে ট্যুইট করতে গিয়ে ইমরান খান লিখেছেন, নাৎসির আদর্শেই আরএসএস অনুপ্রাণিত। সেই আদর্শ মেনেই ভারত অধিকৃত কাশ্মীরে চলছে কারফিউ ও বর্বরতা। এরপরে সেখানে গণহত্যা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কাশ্মীর ইস্যুতে গোটা বিশ্ব সরব। তবে ইমরান প্রশ্ন তোলেন, গোটা বিশ্ব কি এবারও চুপ করে দেখবে, ঠিক যেভাবে জার্মানে হিটলারকে চুপ করে দেখা হয়েছিল?
পিবিএ/বাখ

আরও পড়ুন...