পিবিএ ডেস্ক: ‘কাস্টিং কাউচ’ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ‘মিকি ভাইরাস’, ‘কিস কিসকো পেয়ার করু’খ্যাত বলিউড অভিনেত্রী ইলি আব্রাম। বললেন, এক পরিচালক তাঁকে চলচ্চিত্রে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদন জানিয়েছে, সম্প্রতি বলিউডে আসা এবং সেখানকার বেশ কয়েকজন পরিচালক ও অভিনেতাকে নিয়ে মুখ খুলেছেন ইলি আব্রাম।
চলচ্চিত্র ছাড়াও ইলি আব্রামকে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ঘরে গেছে। তা সত্ত্বেও বি-টাউনে সেভাবে নিজের আসন পাকা করতে পারেননি তিনি।
প্রতিবেদন অনুযায়ী ইলি বলেছেন, বলিউডে লড়াই করে টিকে থাকা খুব শক্ত। সেখানে লড়াই না করে নিজের পায়ের তলার মাটি কখনো শক্ত করা যায় না।
বলিউডে যখন তিনি প্রথম যান, সে সময় একটি পার্টিতে গিয়ে এক পরিচালকের সঙ্গে দেখা হয় ইলি আব্রামের। তিনি ইলিকে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শুধু তা-ই নয়, একটি সিনেমার জন্য স্বাক্ষর করার পর তিনি জানতে পারেন, সেখান থেকে বের করে দেওয়া হয়েছে তাঁকে।
পরে ইলি জানতে পারেন, ওই চলচ্চিত্রের জন্য যাঁকে বেছে নেওয়া হয়েছে নায়ক হিসেবে, সেই অভিনেতা তাঁকে পছন্দ করেন না।
পিবিএ/এমএসএম