নায়িকা ঐশ্বরিয়া এবার ভিলেন

ঐশ্বরিয়া
ঐশ্বরিয়া

পিবিএ ডেস্ক: হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘মেলাফিসেন্ট: মিসট্রেস অব এভিল’-এর হিন্দি সংস্করণে কণ্ঠ দেবেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবির ভিলেন জোলির চরিত্রে কণ্ঠ দেবেন তিনি। সম্প্রতি এমন ঘোষণাই দিয়েছে স্টুডিও এন্টারটেইনমেন্ট ডিজনি ইন্ডিয়ার প্রধান বিক্রম ডুগ্গাল।

বিক্রম বলেন, ‘মেলফিসেন্ট’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি যেমন আগাগোড়া মানানসই, তাতে ভারতীয় দর্শকদের জন্য ঐশ্বরিয়া রাই ছাড়া এ চরিত্রের ডাবিংয়ে অন্য কাউকে ভাবাই যায় না। তার মার্জিত ও সুস্থির ব্যক্তিত্বের মাধ্যমে চরিত্রটিকে হিন্দি ভাষায় আরও শক্তিশালী করতে চেয়েছি আমরা।’

‘মেলাফিসেন্ট: মিসট্রেস অব এভিল’-এ শুধু কণ্ঠ দেয়া নয়, এ ছবির হিন্দি সংস্করণের টিজারে অ্যাঞ্জেলিনা জোলির ভিলেন চরিত্রের সাজে হাজিরও হয়েছেন ঐশ্বরিয়া রাই। বুধবার প্রকাশ পেয়েছে সেই ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে, কালো রঙের পোশাক পরেছেন অ্যাশ। চোখে সবুজ লেন্স। চুলও বেধেছেন জোলির মতো করে। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড ছবি ‘মেলাফিসেন্ট’ ছবির সিক্যুয়েল হচ্ছে ‘মেলাফিসেন্ট: মিসট্রেস অব এভিল’। এ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলির পাশাপাশি আরও অভিনয় করেছেন এলি ফ্যাননিং, এড এসরেইন ও হারিস ডিককিনসন। আগামী ১৮ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

এদিকে খুব শিগগির ঐশ্বরিয়া কাজ করতে চলেছেন তার অভিষেক ছবির পরিচালক মণিরতœমের সঙ্গে। যদিও নতুন এ ছবির নাম এখনও ঘোষণা হয়নি। প্রকাশ হয়নি অন্যান্য অভিনয়শিল্পীদের নামও। শুধু জানা গেছে, এ ছবিতে দ্বৈত চরিত্রে (মা ও মেয়ে) দেখা যাবে ঐশ্বরিয়াকে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...