পিবিএ,নারায়ণগঞ্জ: দূরারোগ্য মরণ ব্যাধি ক্যান্সারের কাছে পরাজয় বরণ করে না ফেরার দেশে চলে গেলেন সকলের প্রিয় ফটো সাংবাদিক মেহেদী হাসান নয়ন। (ইন্নালিল্লাহিৃৃ.ওয়াইন্না.রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৪৫বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে নাভিল (৭) কে রেখে গেছেন।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইড হসপিটালে মৃত্যু বরণ করেন ফটো সাংবাদিক মেহেদী হাসান নয়ন। ফটো সাংবাদি মেহেদী হাসান নয়ন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর নারায়ণগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত ৩১ অক্টোবর উন্নত চিকিৎসার জন ফটো সাংবাদিক নয়নকে ভারতের বেঙ্গুলুর সি.এম.সি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে দুই দিন পর তাকে রাজধানী ঢাকার শ্যামলী বাংলাদেশ স্পেশালাইড হসপিটালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানাজা নামাজ পরে জাননো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানাযায়।
পিবিএ/বিএইচ