উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): না ফেরার দেশে চলে গেলেন দৈনিক সমকাল প্রতিনিধি ও কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক। বৃহস্পতিবার বিকেলে দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার তার কর্মরত প্রতিষ্ঠান কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে এবং তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে তার গ্রামের বাড়ি লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য খান এ রাজ্জাক সাংবাদিকতার পাশাপাশি কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।