নিঃশব্দে চলে গেলেন অভিনেত্রী কণিকা মজুমদার

kanika

 

পিবিএ ডেস্ক : নিঃশব্দে চলে গেলেন ভারতীয় বাংলা সিনেমার অতি পরিচিত মুখ, বিশিষ্ট অভিনেত্রী কণিকা মজুমদার। শেষ জীবনে তিনি থাকতেন আলিপুরের বৃদ্ধাশ্রমে। মেয়ে থাকেন ইংল্যান্ডে। স্বেচ্ছা নির্বাসনই বেছে নিয়েছিলেন কার্যত। মারা গিয়েছেন কয়েকদিন আগেই। কেউ জানতেও পারেনি। তিনি বলেও গেছেন কাউকে না জানাতে। সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি তিন কন্যারমণিহারা মণিমালিকা, ‘চিড়িয়াখানা দময়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন কণিকা।বসন্ত বিলাপে স্নেহময়ী বৌদির চরিত্রে তাকে মনে রেখেছেন বাঙালি।

উত্তমকুমারের সঙ্গেহার মানা হার‘, ‘দুটি মনবাসোনার খাঁচা মতো ছবিতেও অভিনয় করেছেন। সৌমিত্রর সঙ্গেআগুনছবিতে। বিলম্বিত লয়, রাগ অনুরাগ, জীবন সৈকতের মতো অজস্র হিট সিনেমায় পার্শ্বচরিত্রে ছিলেন।নবরাগছবিতে সুমিত্রা সেনের লিপেতুই ফেলে এসেছিস কারেরবীন্দ্রসঙ্গীত তাঁর কণ্ঠে খুব জনপ্রিয় হয়েছিল। শম্ভু মিত্রের সঙ্গে একবাররক্তকরবীতে হয়েছিলেন নন্দিনী। বেতার নাটকে কণিকা ছিলেন কিংবদন্তী।

কণিকার জন্ম ১৯৩৫ সালে বাংলাদেশের ময়মনসিংহে। উত্তম, সুচিত্রা, সুপ্রিয়া সবাই তাকে ডাকতেনকুনকেবলে। উত্তম, সুপ্রিয়াকে নানাভাবে সাহায্য করেছেন। সত্যজিতেরমণিমালিকা প্রিয় নায়ক ছিলেন উত্তম, সৌমিত্র। বড় নীরবেই চলে গেলেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...