নিউইর্য়কগামী তুর্কি বিমানে প্রচণ্ড ঝাঁকুনিতে আহত ৩০

turkey

পিবিএ ডেস্ক : ইস্তাম্বুল থেকে নিউইয়র্কগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান গতকাল শনিবার অবতরণের সময় প্রচণ্ড ঝাঁকি খায়। এতে ৩০ জন আহত হয়। দেশটির কর্মকর্তারা একথা জানান। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই অবতরণ করে।

বার্তা সংস্থা এএফপি জানায়, আহতদের নিইউয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশেরই শরীরের বিভিন্ন স্থান কেটে গেছে ও কালশিটে পড়ে গেছে। নিউইয়র্ক ও নিউজার্সি পোর্ট কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, একজন ফ্লাইট এটেন্ডেন্টের পা ভেঙ্গে গেছে।

বোয়িং ৭৭৭ বিমানটিতে ৩২৬ যাত্রী ও ২১ ক্রু ছিল। অবতরণের আগে এটি আটলান্টিক মহাসাগরের উপরে প্রায় ৪৫ মিনিট উড়েছিল। তখনই এটি ঝাঁকি খেতে শুরু করে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...