পিবিএ ডেস্ক: কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর এরই মধ্যে তাঁর অভিনয়দক্ষতা দিয়ে বলিউড জগতকে মুগ্ধ করেছেন। ব্যক্তিগত জীবনেও কখনও নেচে কিংবা অন্যরকম কিছু করে নেটিজেনদের মনোযোগ নিজের দিকে নিতেও বেশ পটু তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় তুমুল মজা করা অবস্থায় তোলা কিছু ছবি অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, অভিনেত্রী জাহ্নবী কাপুর নিউইয়র্কে তাঁর বোন খুশি কাপুরের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য ওই শহরে যান জাহ্নবী। নিউইয়র্কর রাস্তায় ঘুরে বেড়ানোর মজার কিছু ছবি তিনি সম্প্রতি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাঁকে একটি ফোয়ারার নিচে মজা করতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘নিউইয়র্ক, আমি তোমাকে ভালোবাসি। রূপালী রঙের জ্যাকেট ও কালো শর্টস পরিহিত এই হাস্যোজ্জ্বল জাহ্নবীকে এ সময় পানিতে বেশ মজা করতে দেখা যায়।
বলিউড জগতে থাকা জাহ্নবীন বন্ধুদের অনেকেই ছবিগুলো বেশ পছন্দ করেছেন এবং মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বক্স অফিসে ঝড় তোলা ‘ধড়ক’ ছবিতে তাঁর সহকর্মী হিসেবে থাকা ঈশান খট্টর মজার ছলে লেখেন, ‘আমাদের বন্যা তাঁদের ফোয়ারার চেয়ে ভালো।’ চলচ্চিত্র নির্মাতা রিহা কাপুর লেখেন, ‘সুন্দরী।’ অন্যদিকে অভিনেতা বরুণ শর্মা লেখেন, ‘ভীষণ সুন্দর।’ আরেক নেটিজেন লেখেন, ‘অসাধারণ।’
জাহ্নবী নিউইয়র্ক শহরে তাঁদের কেনাকাটা পর্বের একটি ছবিও শেয়ার করেছেন। সেখানে দুই বোনকে নিউইয়র্কের রাস্তায় হাত ধরে হাঁটতে দেখা যায়। শর্টস ও জ্যাকেট পরিহিত জাহ্নবীর পাশে তাঁর বোন খুশিকে টিশার্ট ও ছেঁড়াফাটা ডেনিম প্যান্ট পরা অবস্থায় দেখা যায়।
এই মাসের দ্বিতীয় সপ্তাহে খুশি যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন। বাবা বনি কাপুর তাঁকে বিমানবন্দরে বিদায় জানান। খুশি নিউইয়র্ক চলচ্চিত্র একাডেমিতে অভিনয়ের কোর্স করতে সেখানে গেছেন। বিমানবন্দরে বাবাকে বিদায় জানানোর সময়ে তাঁকে বেশ আবেগপ্রবণ হতে দেখা গিয়েছিল।
সম্প্রতি জাহ্নবী কাপুর খুশির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কথা বলেন। আনাইতা শ্রফ আদজানিয়াকে তিনি বলেন, ‘ও (খুশি) নিউইয়র্ক চলচ্চিত্র একাডেমিতে যাচ্ছে। এরপর সে ভারতে ফিরে যাবে এবং তাঁর ইচ্ছানুযায়ী কিছু করবে।’
জাহ্নবী আরো বলেন, ‘খুশির চলে যাওয়ার কথা মনে হতেই আমার বুক ধড়ফড় করে। বাবা এ কথা মনে করতেই নির্ঘাত কেঁদে ফেলবেন। গত বছর ‘ধড়ক’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল ছবিটি।
পিবিএ/বিএইচ
https://www.instagram.com/p/B26XH7HgT7T/