পিবিএ,ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪জন নিহত এবং ৯জন আহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) নিউইয়র্কের ব্রোকলিন সিটিতে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ব্রুকলিনে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গোলাগুলির উদ্দেশ্য এবং সেখানকার সঠিক পরিস্থিতি এখনো জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ গোলাগুলির স্থানকে অফিস শেষের পরে মানুষের আড্ডার স্থান বলে বর্ণনা করেছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুলিতে আরো দুজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।
তবে এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ব্রুকলিনের একটি স্যোসাল ক্ল্যাবে গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন।
পিবিএ/ইকে