নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিতে ভয়াবহ আগুন

পিবিএ ডেস্ক: নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে আগুনে পুড়ে গেছে বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি ‘খামার বাড়ি’। স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

চারতলা ভবনটির নিচতলায় খামার বাড়ি গ্রোসারিতে আগুন লাগলে আশপাশের বাসিন্দা ও পথচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। গ্রোসারিটি ২৪ ঘণ্টাই খোলা থাকতো। ওই ভবনটিতে অন্তত তিনটি বিভিন্ন ধরনের দোকান ও বেশ কয়েকটি অফিস রয়েছে। প্রায় সবগুলো প্রতিষ্ঠানই বাংলাদেশি মালিকানাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ৫-৬ জন ক্রেতা খামার বাড়িতে বাজার-সদায় করছিলেন। হঠাৎ কোল্ড ড্রিংকসের ফ্রিজের পেছন থেকে ধোয়ার কুণ্ডলি বেরোতে থাকে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দোকানের সামনের ভাগে। দোকানের কর্মচারী ও ক্রেতারা এর আগেই নিরাপদে চলে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ১৮ মিনিট পরে ঘটনাস্থলে আসে। এর আগেই দোকানের সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার মার্শাল অফিস। খামার বাড়ির অন্যতম পার্টনার হারুণ ভূইয়া জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা একপ্রকার সর্বস্বান্ত হয়ে গেছেন। কারণ তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানটির ইন্স্যুরেন্স থাকলেও যে পরিমাণ ক্ষতিপূরণ পাবেন, তাতে পুরো ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।

পিবিএ/বাখ

আরও পড়ুন...