নিউইয়র্কে সাকিবের সঙ্গে ছবি তুলতে টিকিট কাটার লাইন

পিবিএ ডেস্ক: বিশ্বখ্যাত অলরাউন্ডার ও ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ছবি তোলার জন্য নিউইয়র্কে টিকিট কেটে লাইন দিয়েছেন অন্তত ২০০ মানুষ।

শো টাইম মিউজিক আয়োজিত ‘সাকিব আল হাসানের সঙ্গে অন্তরঙ্গ আড্ডা’ শিরোনামের একটি অনুষ্ঠানে ১৯ জুলাই রাতে নন্দিত এই ক্রিকেটারের সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে। ১০০ ডলার প্রবেশমূল্য দিয়ে সাকিবের সঙ্গে রাতের খাবারসহ আলাপচারিতায় অংশ নিতে ও ছবি তোলার সুযোগ পান প্রবাসীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামিম আল আমিন ও আয়োজক আলমগীর খান আলম।

শামিম আল আমিন ও আয়োজক আলমগীর খান আলম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন সাকিব।

সাংবাদিক নাজমুল আহসানের এক প্রশ্নে সাকিব বলেন, ‘আমার স্বপ্ন আগামী বিশ্বকাপে আমার নেতৃত্বে বিশ্বকাপ জয় করা। আমি নিউইয়র্কেও মানুষের ভালোবাসায় মুগ্ধ। আপ্লুত।’

নিউইয়র্কের মানুষের ভালোবাসার টানেই লন্ডন থেকে সেখানে চলে যান বলে জানান সাকিব।

পিবিএ/ইকে

আরও পড়ুন...