নিউজিল্যান্ডের বিপক্ষে দুইজনের দিকে তাকিয়ে আছে সাকিব আল হাসান

পিবিএ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। এরপরের ম্যাচেই তারা মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই এবার মুখ খুললেন সাকিব। এই ব্যাপারে সাকিব বলেন ,’ দল যেভাবে শুরু করেছিল সেটা ড্রেসিং রুমে আমাদের স্বস্তি দিয়েছিল। তাঁরা ৮-৯ ওভারে ৫৫-৬০ রান করেছিল। এটা দলের অন্য ব্যাটসম্যানকেও আত্মবিশ্বাস এনে দিয়েছিল। আমরা যেভাবে শুরু করেছি সেটা মানসিকভাবে স্বস্তি দিবে। এভাবে খেললে আমরা অনেকদূর যাব।’ সাকিব আরো বলেন ,’ ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ফেভারিট নই। তাঁরা কঠিন প্রতিপক্ষ। আইসিসির আসরে তাঁরা ভালো খেলে। তাঁদের সঙ্গে নিজেদের সেরাটা খেলতে হবে। আমাদের আত্মবিশ্বাস আছে, কিন্তু ওরাও দশ উইকেটে জিতেছে।

‘সাকিব আরো বলেন ,’ নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ওপেনার দুইজনকেই আগে দায়িত্ব নিতে হবে। তারা যদি ভালো শুরু করে দেয় তাহলে এই ম্যাচেও জিততে পারি আমরা।

পিবিএ/এমএস

আরও পড়ুন...