নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২৩২ রান

mithun

পিবিএ ডেস্ক : মোহাম্মদ মিথুনের হাফ-সেঞ্চুরিতে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারী বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮ দশমিক ৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় টাইগাররা।পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৫টি চারে ৯০ বলে সর্বোচ্চ ৬২ রান করেন মিথুন।

শেষদিকে, নয় নম্বরে নামা মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ৫৮ বলে ৪১ রান। তার ইনিংসে ৩টি চার ছিলো। এছাড়া সৌম্য সরকার ২২ বলে ৩০, মেহেদি হাসান মিরাজ ২৭ বলে ২৬, মাহমুদুল্লাহ রিয়াদ-সাব্বির রহমান ১৩ রান করে, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অপরাজিত ৯, তামিম ইকবাল-মুশফিকুর রহিম ৫ রান করে, লিটন দাস ১ ও মুস্তাফিজুর রহমান শুন্য রান করেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট-মিচেল স্যান্টনার ৩টি করে উইকেট নেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...