পিবিএ,ডেক্স: নিউজিল্যান্ডে বন্দুক আইনে পরিবর্তন আনার আভাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জনের প্রাণহানি হয়েছে। দেশটির ইতিহাসে নৃশংসতম এ হামলার পরিপ্রেক্ষিতে একদিন পরই প্রধানমন্ত্রীর তরফ থেকে বন্দুক আইনে পরিবর্তন আনার আভাস এলো।
৫০ লাখ মানুষের বসবাস নিউজল্যান্ডে প্রায় ১২ লাখ মানুষের হাতে বন্দুকের লাইসেন্স রয়েছে। দেশটিতে ২০০৯ সালে গুলি করে এক সঙ্গে ৯ জন খুনের ঘটনা ঘটে। ওই ঘটনার পর বন্দুকের লাইসেন্স নীতিতে কিছু পরিবর্তন আনা হয়।
শুক্রবার প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান সংবাদ সম্মেলনে বলেন, ‘যেহেতু এ ধরনের ঘটনা একের পর ঘটেই যাচ্ছে এবং এগুলো লাইসেন্স করা বন্দুক দিয়েই হচ্ছে, তাই আমি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারি..আমাদের বন্দুক আইনে পরিবর্তন আসবে।’
তিনি আরও বলেন, ‘হামলাকারীর কাছে পাঁচটি বন্দুক ও একটি লাইসেন্স পাওয়া গেছে। লাইসেন্সটি ২০১৭ সালের নভেম্বরে দেয়া হয়েছিল। তার কাছে পাওয়া অস্ত্রগুগুলোর মধ্যে দুইটি সেমি-অটোমেটিক, দুটি শটগান ও লিভার অ্যাকশন ফায়ারআর্ম।’
পিবিএ/এমএসএম