রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে হুইস্কি ও বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. ইমরান হোসেন রাজ ও মো. বশির।
বুধবার ভোর ৪টার দিকে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে দুই বোতল হুইস্কি, ৪৯ ক্যান বিয়ার ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্ধ করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মহ্সীন উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে নিউমার্কেট থানার নিউমার্কেট ক্রসিংয়ে সেনাবাহিনীর সাথে যৌথভাবে চেকপোস্ট ডিউটি করছিল থানার একটি টিম। ভোরের দিকে নীলক্ষেত ইসলামিয়া বই মার্কেট বণিক সমিতি লিঃ এর সামনে একটি স্কুটিকে সন্দেহ হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে না থেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই আরোহীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে স্কুটিতে থাকা একটি বস্তা তল্লাশি করে দুই বোতল হুইস্কি ও ৪৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত মাদক বিক্রির জন্য স্কুটিতে করে নিয়ে যাচ্ছিল এবং তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।