নিখোঁজের ১৪ দিন পর ফিরেছেন সাত জেলে

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): গভীর সমুদ্রে নিখোঁজের ১৪ দিন পর পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দর আড়ৎ ঘাটে ফিরেছেন সাত জেলে। জেলেরা হচ্ছে আবু সালেহ, আবদুর রহমান, তানমুন, তামিম, রাজিব, সালাম ও হৃদয়।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে এফবি আরাফাত নামের একটি ট্রলার তাদের নিয়ে আসেন। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায়। এরমধ্যে মাঝি তানমুন ও জেলে আবদুর রহমান অসুস্থ থাকায় তাদের কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি জেলেরা সুস্থ রয়েছেন বলে স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে।

জেলেরা জানান, গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে গত ১৭ নভেম্বর ঘূর্নিঝড় মিধিলি’র ট্রলার ডুবির ঘটনায় এসব জেলে নিখোঁজ হয়। সাগরের ভাসমান অবস্থায় ওই সাতজনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে জেলেরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দিকে সাত জেলে উদ্ধারের খবর পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন তাদেরকে হাসপাতালে দেখতে যান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ঘূর্ণিঝড়ে নিখোঁজ থাকা সব জেলেই এখন উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া সাত জেলেদের সঙ্গে মৎস্য বিভাগ যোগাযোগ রাখছে।

আরও পড়ুন...