নিখোঁজের ৫দিন পর গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পালাতক

পিবিএ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ৫দিন পর রেহেনা খাতুন (২৭) নামে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী শাকিল মিয়া। তবে স্বামী শাকিলের বাবা এজাদুল
ইসলামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের মরা করতোয়া নদীর কচুরীপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রেহেনা খাতুন গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের শাকিল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১০ বছর আগে শাকিলের সঙ্গে রেহেনার বিয়ে হয়। তাদের ৯ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে রেহেনার সঙ্গে শাকিলের পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল। গত সোমবার থেকে রেহেনা বেগম হঠাৎ করে নিখোঁজ হয়। নিজ বাড়ি ও স্বামীর বাড়িতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে মরা করতোয়া নদীর কচুরী পানার নিচে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি জানান রেহানার গলাকাটা ও হাতকাটা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তাকে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে স্বামী শাকিল মিয়া ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে রেহেনাকে হত্যা করে লাশ ফেলে রাখে। এ ঘটনার পর থেকে স্বামী শাকিল মিয়া তার সন্তানকে নিয়ে পলাতক রয়েছে।

আরও পড়ুন...