নিখোঁজ আর নিহতদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেউ মর্গে কেউ করিডরে করিডরে ঘুরছেন স্বজনরা। অনেকেই আপনজনকে খুঁজে পেয়ে আশায় বুক বাঁধছেন। অনেকেই প্রিয়জনের লাশ সনাক্ত করার পর ভেঙ্গে পড়েছেন কান্নায়। আবার অনেকে আহত-নিহত কোন তালিকাতেই খুঁজে পাননি স্বজনদের। বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারী। ছবি : পিবিএ