নিখোঁজ বাংলাদেশিরা কেও বেঁচে নেই: শফিকুর

পিবিএ ডেস্ক: শুক্রবার নিউজিল্যালেন্ডে মসজিদ হামলায় ৪৯ জন নিহত হয়েছে। অন্যান্য দেশের অভিবাসি সাথে বাংলাদের তিনজন নিহত হবার খবর সংবাদ মাধ্যমে আসে।

অনারারি কনসাল শফিকুর রহমান ভূইয়া জানান, সন্ত্রাসী হামলার পর চার বাংলাদেশি নিঁখোজ কেও বেঁচে নেই । নিউজিল্যান্ড পুলিশ এ বিষয়ে নিষ্চিত না হলেও তারা অস্বীকার করেননি। নিহতদের মধ্যে চার জন হলেন, ওমর ফারুক , মোজাম্মেল হক, হুসনে আরা ও ডক্টর সামাদ।

হামলার পর থেকে ওমর ফারুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবার এখনো আশায় আছে তিনি বেঁচে আছেন। তবে পুলিশ এ বিষয়ে নিষ্চিত করে কিছু বলতে পারেনি।

পিবিএ/আইএইচ

আরও পড়ুন...