পিবিএ, ঢাকা: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ২০১৭ সালে নিখোঁজ হওয়া বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ১৫ মাস পর বাড়িতে ফিরে এসেছেন। আজ শনিবার (১৬ মার্চ) তাঁর বড় মেয়ে শবনম জামান ফেসবুক পোস্টে বাবার ফিরে আসার খবর নিশ্চিত করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, “সাড়ে ১৫ মাস বা ৪৬৭ দিন পর আমার বাবা ফিরে এসেছেন।”
তবে তিনি আরো লিখেছেন, এই মুহূর্তে এই ব্যাপারে তাঁরা বিস্তারিত কিছু বলতে চাইছেন না। সবনম জামান লিখেছেন, ‘এই সময়ে যাঁরা আমাদের পাশে ছিলেন তাঁদের প্রতি আমি ও আমার ছোট বোন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন সবাইকে অনুরোধ করব যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি তা ভুলে থাকতে আমরা কিছুটা সময় নিজেদের মতো থাকতে চাই। এ বিষয়ে এখন আমাদের আর বিস্তারিত কিছু বলার নেই।’
৬২ বছর বয়সী মারুফ জামান ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০১৭ সালের ৪ ডিসেম্বর মারুফ জামান তার মেয়েকে স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ধানমন্ডির বাসা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছিলেন। এর পর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।
পুলিশ মারুফ জামানের সন্ধান না পেলেও পরদিন সন্ধ্যায় তার ব্যবহৃত গাড়িটি রাজধানীর খিলক্ষেত থেকে উদ্ধার করেছিল।
নিখোঁজ হওয়ার দিন রাত পৌনে ৮টার দিকে মারুফ ফোন করে গৃহকর্মীকে বলেছিলেন, বাসায় কেউ গেলে তাকে যেন কম্পিউটার দিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই তিন ব্যক্তি বাসায় এসে তার ল্যাপটপ, কম্পিউটারের সিপিইউ, একটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে গিয়েছিল।
এসব ঘটনার কোন কূল-কিনারা করতে পারেনি পুলিশ।
পিবিএ/এএইচ