পিবিএ,চুয়াডাঙ্গা: জনগনের বিশ্বাস আর নিজেদের ভুলের জন্যই আজ বিএনপির এই পরিস্থিতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গায় আসন্ন উপজেলা নির্বচন নিয়ে কথা বলার সময় মন্ত্রী এমন মন্তব্য করেন।।
এর আগে চুয়াডাঙ্গায় পৌছালে জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ্, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু সহ স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা
এছাড়া জেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকেও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
আগত নেতাকর্মীদের সাথে চুয়াডাঙ্গা পৌরসভায় কুশল বিনিময় শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন।
পিবিএ/ইএইচকে