পিবিএ ডেস্ক: সৌদি আরবের সেনাদের নিজেদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে অন্তত ৩ জন সেনা নিহত হয়েছে। সোমবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আবু আরিশ জেলায় এ ঘটনা ঘটেছে। খবর বার্তা সংস্থা আবনা’র। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সাবাক নিউজ জানায়, সামরিক ঘাঁটিতে এক সেনা সদস্য গুলি করে অপর তিন সেনাকে হত্যা করেছে। হত্যার পর ওই সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে।
সূত্রটি দাবি করেছে, ব্যক্তিগত বিরোধের জেরে ওই সেনা এ হামলা চালিয়েছে। তবে ঠিক কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তার বিস্তারিত কিছু বলা হয়নি। এছাড়া সৌদি আরবের সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি প্রকাশ করা হয়নি।
পিবিএ/বাখ