পিবিএ ডেস্ক: বিশ্বকাপের পর বাংলাদেশ তার সঙ্গে চুক্তি বাড়ায়নি। থাকতে চাননি তিনি নিজেও। আপাতত বেকার হয়ে যাওয়া কোর্টনি ওয়ালশ এখন নতুন চাকরির সন্ধানে নেমেছেন।
দ্য জ্যামাইকান গ্লেনারকে ওয়ালশ জানিয়েছেন তিনি নিজ দেশের কোচ হতে চান, ‘ওয়েস্ট ইন্ডিজ সবসময়ই আমার মনে ছিল এবং বিশ্বাস করি, এই নতুন খেলোয়াড়দের ক্যারিয়ারে আমি ভালো অবদান রাখতে পারব। সুযোগ পেলে তাদের সঙ্গে কাজ করতে চাই।’
বাংলাদেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে ভালো সময় পার করেছি। আমার মানে হয় এখন বাড়ি ফেরার সময়। আমি আগেই জানিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে বিশ্বকাপের পর আমাকে আর পাওয়া যাবে না।’ ২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দেন কোর্টনি ওয়ালশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর ক্রিকেটের সঙ্গেই জড়িত সাবেক এই ওয়েস্ট ইন্ডিজের গতি তারকা। ২০০১ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দল নির্বাচক ছিলেন তিনি। ২০১৪ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের দল জ্যামাইকা তালওয়ারের মেন্টর হিসেবেও কাজ করেছেন এই কিংবদন্তি পেসার। ওয়েস্ট ইন্ডিজের কোচ হওয়া নিয়ে ওয়ালশ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সব সময় আমার হৃদয়ে আছে।
এবং আমি বিশ্বাস করি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আমি বিশাল অবদান রাখতে পারবো।’
ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বে ছিলেন। তার হাত ধরেই জাতীয় দলে এসেছেন ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল এবং সুনীল আব্রিসের মতো বোলাররা। অভিজ্ঞতা দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করেন টেস্ট ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারি এই ক্যারিবীয় গতি তারকা।
ওয়ালশ বলেন, ‘বাংলাদেশে কাজ করার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক কিছু শিখেছি। উপমহাদেশ সর্ম্পকেও অনেক কিছু বুঝেছি। এ অভিজ্ঞতা মাঠে অনেক কাছে দেয়। আমার বিশ্বাস এই অভিজ্ঞতা দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে আরো সামনে দিকে এগিয়ে নিতে পারবো।’
পিবিএ/ইকে