পিবিএ ডেস্ক: নিজের ১৮ বছর বয়সী মেয়েকে গুলি করলেন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের এক মা! আগন্তুক মনে করে ভয় পেয়ে তিনি তার মেয়েকে গুলি করেন বলে জানিয়েছে মার্কিন পুলিশ। গুলিবর্ষণকারী ওই মা জিরাড পুলিশকে জানিয়েছে, বাসায় তিনি একা ছিলেন, কারও আসার কথাও ছিল না। গত শুক্রবার রাত ৯টার দিকে তার মেয়ে যখন বাসার দরজা খোলেন তখন তিনি ৩৮ মডেলের বিশেষ এক রিভলবার দিয়ে গুলি করেন। জিরাড পুলিশের প্রধান জন নোরম্যান মার্কিন সংবাদমাদ্যম টোয়েনন্টি ওয়ান নিউজকে বিষয়টি জানিয়েছেন।
অন্যদিকে,আহত মেয়ে হান্নাহ জোন্স তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আমি বাসায় আসব, এ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি মনে করেছেন কেউ তাকে আঘাত করতে এসেছেন। আমি দরজা দিয়ে ঢুকলে তিনি জীননাশের আশঙ্কায় গুলি করেন। পুলিশ এই মায়ের নাম না প্রকাশ করলেও মেয়ের বর্ণনার মতোই ঘটনার বর্ণনা দিয়েছে। জন নোরম্যান বলেছেন, ‘আমরা তার বেড রুমের মেঝে থেকে রিভলবারটি উদ্ধার করেছি। এ সময় চারটি তাজা বুলেটও উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন মেয়েও। তিনি বলেন, ‘আহত হওয়ার পর আমি আমার ক্ষতস্থানে চাপ দেই, মাকে সাহায্য করতে বলি। আমি তাকে ৯১১ নম্বরে কল দিতে বললে তিনি চিৎকার করেন। জোন্স জানিয়েছেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন যে গুলিতে তার হাতের কনুই ভেঙে গেছে। চিকিৎসকরা তার হাতে অপারেশন শেষে ৮টি স্কু ও প্লেট বসিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ও যন্ত্রণাদায়ক যাত্রা ও আরোগ্য।
পিবিএ/বিএইচ