পিবিএ ডেস্ক : ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম এ মূহুর্তে সর্বাধিক আলোচিত। এর কারন তিনি এমন এক ক্রিম ব্যবহার করছেন যা তার রক্ত কনিকা থেকে তৈরী। এই ক্রিম তার চেহারায় বয়সের ছাপ পড়া থেকে তাকে রক্ষা করবে। ক্রিমটির নাম রাখা হয়েছে ‘ভাম্পায়ার ফেসিয়াল’। ক্রিমটির তৈরী করেছেন স্বনামধন্য মার্কিন চিকিৎসক বারবারা স্টুর্ম।
এ প্রসঙ্গে ভিক্টোরিয়া বলেন, ‘আমি এ বিষয়ে জানতে পারি জার্মানিতে থাকাকলীন সময়ে। আমার মেয়ে হারপারকে নিয়ে স্টুর্মের কাছে গিয়েছিলাম তার পরিচর্যায় জন্য। আমার রক্ত নেওয়া হয়। তারপর তার কনিকা থেকে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই ক্রিম তৈরী করে আমার হাতে তুলে দেওয়া হয়। আমি এখন এটা সকাল-বিকেল ব্যবহার করছি। উন্নতি বলার অপেক্ষা রাখে না।’
কসমেটিক ট্রিটমেন্টের জগতে এই থেরাপিকে ‘এমসি ওয়ান’ নামে আখ্যায়িত করা হয়ে থাকে। পাশ্চত্যে এই ক্রিমের চাহিদা এখন তুঙ্গে। তবে, শুধু মাত্র সেলিব্রেটিরাই এটা ব্যবহার করছেন। রোজি হান্টিংটন, কিম কার্দাশিয়ানের মতো তারকারা এ পথেই হাঁটছেন। এই ক্রিমের ব্যেবহারও অনেক ব্যয়বহুল। ৫০ মি.লি. একটা ক্রিমের দাম ধরা হয়েছে ১২০০ পাউন্ড।
পিবিএ/জিজি