পিবিএ ডেস্ক: এশিয়ানইয়ুথ চ্যাম্পিয়নশিপ, ওয়েস্টার্ণ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ ও টেলিগ্রাফ স্কুল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ওয়ারসিয়া খুশবুর আর্থিক কারণে এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
মাত্র একটি এয়ার টিকিট আর রেজিস্ট্রেশন ফি’র জন্য উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে নিজের শিরোপা ধরে রাখার জন্য খেলতে যেতে পারছে না।
আগামী ১৯ থেকে ২৯ জুন এ আসর উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হবে।
ঘরোয়া দাবার খুদে বিস্ময় মাত্র সাত বছর বয়সী খুশবু তার দুই বছরের দাবা ক্যারিয়ারে এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-৬ ও অনূর্ধ্ব-৮ বিভাগে সবার দৃষ্টি কেড়েছে।
দেশীয় দাবায়ও নিজেকে চমৎকারভাবে মেলে ধরেছে। শুধু তাই নয়, দেশ-বিদেশে এ ধরনের বয়সভিত্তিক টুর্নামেন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে এগিয়ে চলেছে।
সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে খুশবু’র আক্ষেপ কোন আঙ্কেল কি আমাকে একটি টিকিট দিতে পারেন না! দেশকে বেশ কিছু আন্তর্জাতিক সাফল্য এনে দেবার পর খুশবু’র সেই ধারাবাহিক সাফল্য এখন অর্থই বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
এ চ্যাম্পিয়নশিপে খুশবু অংশ নিতে পারলে শিরোপা জয়ের সম্ভাবনার পাশাপাশি খেতাব বা নর্ম অর্জনের সুযোগ রয়েছে।
খুশবু’র বাবা মেহেদি কায়সার বলেন, দাবায় মেয়ে ভাল করছে বলেই শতকষ্টের ভেতরেও ব্যক্তিগত উদ্যোগে খেলাটি চালিয়ে নিতে হচ্ছে। কিন্ত স্পন্সর না পেলে এগিয়ে যাওয়া কঠিন। এক লাখ দশ হাজার টাকা পেলেই এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারে।
স্পন্সরের জন্য বেশকিছু সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে যোগযোগ করলেও সাড়া পাননি খুশবু’র বাবা মেহেদি কায়সার।
এরই মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এর সাথে খুশবকে নিয়ে তিনি দেখা করেছেন। মন্ত্রী ভবিষৎতে তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন। কেননা, এরই মধ্যে চলতি অর্থ বছর এখন শেষ দিকে।
এদিকে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম জানিয়েছেন, শুধু খুশবু নয়, আমরা উজবেকিস্তানে পাঁচ থেকে ছয় জনকে পাঠানোর চেষ্টা করছি।
আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ জানান, উজবেকিস্তানে খুদে দাবাড়ুদের জন্য এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ আসরে চ্যাম্পিয়ন বা একটু ভাল ফলাফল করতে পারলে খেতাব বা নর্ম পাবার সুযোগ রয়েছে।
পিবিএ/এএইচ