পিবিএ ডেস্কঃ গত এপ্রিল মাসে স্পেনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ তদন্তের পর গত মঙ্গলবার (১ অক্টোবর) অভিযুক্ত ৬১ বছরের নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
আটক নারীর নাম মালিয়া ডেল কারমেন মেরিনো গোমেজ। তার স্বামীর নাম জেসাস মারিয়া বারানদা। জেসাস মারিয়া বারানদা পেশায় ব্যাংকার ছিলেন।
তবে কী কারণে ওই নারী তার স্বামীকে হত্যা করেছিলন তা এখনো প্রকাশ করা হয়নি।
অভিযুক্ত নারীকে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, যে রিসোর্ট থেকে নিখোঁজের ঘটনা ঘটেছিল ওই রিসোর্টের এক কর্মচারীর সাক্ষ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে। ওই কর্মচারী পুলিশকে জানিয়েছিল, নিখোঁজ ব্যক্তির স্ত্রীকে তাকে একটি ভারী ব্যাগ বহনের জন্য ডেকে ছিলেন। ব্যাগটি ডাস্টবিনে ফেলে দেয়া হয়।
পুলিশ ওই ডাস্টবিন থেকে সেই ব্যাগ উদ্ধার করে। তবে ব্যাগে যা পায় তাতে কোনো মানুষের টিস্যুর অস্তিত্ব ছিল না। কারণ, ওই নারী তার স্বামীর মাথা সিদ্ধ করে নষ্ট করে ফেলেছিলেন। আর দেহের অন্যান্য অংশ কোথায় ফেলেছিলেন তা এখনো খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ওই ব্যাগে মানুষের দাতের একটি অংশ পাওয়া যায়, যা সিদ্ধ হয়নি। সেটি পরীক্ষা করে নিশ্চিত হয় যে, ব্যাংকারকে হত্যা করে সিদ্ধ করা হয়েছে।
পিবিএ/এমআর