নিজে গর্ভবতী বলে চিৎকার করেছিল পুলিশের গুলিতে নিহত পামেলা

 

পিবিএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে পামেলা নামের এক গর্ভবতী নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সিএনএন জানিয়েছে, গুলির কয়েক সেকেন্ড আগে ৪৪ বছর বয়সী পামেলা চিৎকার করে গর্ভবতী থাকার কথা জানান।

একজন প্রত্যক্ষদর্শী সোমবার রাতের এই ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। অধিকাংশ মানুষ পুলিশের সমালোচনা করছেন।

পামেলাকে গুলি করা হয় তার বাড়ির পার্কিং এরিয়ায়। টেক্সাস সিকিউরিটি ডিপার্টমেন্ট ওই পুলিশের নাম প্রকাশ করেনি। জানানো হয়েছে, ওই কর্মকর্তা পামেলাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছিলেন। তার নামে আগে থেকে পরোয়ানা জারি ছিল।

পামেলাকে দেখার পর গ্রেপ্তার করতে চাইলে নানাভাবে তিনি বাধা দিতে থাকেন। প্রথমে পুলিশকে বলেন, ‘আমি হাঁটছি। সত্যি আমি হেঁটে বাড়িতে যাচ্ছি।’

এসব কথোপকথন শোনা গেছে ভিডিও থেকে। অন্ধকারে ভিডিওটি করা হয়েছে। হঠাৎ এক সময় গুলির শব্দ শোনা যায়। তার ঠিক আগে পামেলা বলেন, ‘আমি গর্ভবতী।’

তবে চিকিৎসকেরা জানিয়েছেন, নিহত পামেলা গর্ভবতী ছিলেন না। পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছিলেন।

পিবিএ/হক

আরও পড়ুন...