পিবিএ,খেলাধুলা : ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। এতে নাটকীয়তার শেষ বলে কিছু নেই। সেটি বরাবর করে দেখাতে সিদ্ধহস্ত পাকিস্তান। এজন্য বহু আগেই দলটির কপালে জুটেছে আনপ্রেডিক্টেবল তকমা। আসন্ন বিশ্বকাপে সরফরাজ বাহিনী সব হিসাব পাল্টে দিতে পারে বলে মন্তব্য করেছেন তাদেরই সাবেক খেলোয়াড় শহীদ আফ্রিদি।
এবারের বিশ্বকাপে আন্ডারডগ পাকিস্তান। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে দলটিকে কেউ ফেভারিট মানছে না। গেল ২ বছরে তাদের পারফরম্যান্সও চোখে পড়ার মতো খারাপ। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ২৩টি ওয়ানডে খেলেছে সরফরাজরা। জিতেছে মাত্র ১০টিতে।
এমন বাজে সময়েও পাকিস্তানের পক্ষে বাজি ধরছেন আফ্রিদি। তার বিশ্বাস,নিজেদের দিনে সব অংক বদলে দিতে পারে মিকি আর্থারের শিষ্যরা। তিনি মনে করেন, ওয়ানডেতে নিজেদের দিনে যে কেউ যেকোনো দলকে হারাতে পারে। শুধু তাই নয়, ১৯৯২ বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে নিয়ে সেই পুরনো কথা নতুন করে স্মরণ করিয়ে দিয়েছেন আফ্রিদি।
বুমবুমখ্যাত ক্রিকেটার বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে বেশ কিছু খেলোয়াড়কে বাইরে রাখেন পাক নির্বাচকেরা। এ সিদ্ধান্ত সঠিক ছিল না। যাহোক, যা হওয়ার তা হয়ে গেছে। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। এই দলটির প্রতি আমার আস্থা আছে। নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে সক্ষম তারা।
বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তান নিজেদের ফিরে পাবে বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, বিশ্বমঞ্চে পা রাখার আগে ইংলিশ কাউন্টি ক্লাবের বিপক্ষে কিছু প্রস্তুতি ম্যাচ খেলেছে সরফরাজরা। পরে স্বাগতিকদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যা ভীষণ কাজে দেবে। এতেই বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হয়ে যাবে তাদের।
পিবিএ/এমএস