নিটার সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

দীপংকর ভদ্র দীপ্ত, নিটার: “সত্য ও ন্যায়ের সন্ধানে নির্ভীক” শ্লোগান কে সামনে রেখে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ প্রতিষ্ঠিত হয়েছে নিটার সাংবাদিক সমিতি নিসাস। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) নিটার প্রশাসন আগামী আট (০৮) মাসের জন্য নিটার সাংবাদিক সমিতি নিসাস এর আহবায়ক – কমিটির অনুমোদন দেয়।

নিটার সাংবাদিক সমিতি-নিসাস এর কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে গত ৩০ জানুয়ারি নিটারের বিভাগীয় প্রধানদের সভায় গঠন করা হয় নিসাস পর্যবেক্ষণ কমিটি। প্রভাষক জনাব মো জাবেদ ইকবালকে আহ্বায়ক এবং প্রভাষক জনাব মো তাকিত মল্লিককে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়।

নিটার সাংবাদিক সমিতি-নিসাস এর নব গঠিত আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন নিটারের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রুবেল আকন্দ এবং সাধারণ সম্পাদক ৩য় বর্ষের শিক্ষার্থী শান্ত মালো।
এছাড়াও বাকী সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক আহসান তারিক, দপ্তর সম্পাদক মোঃ নাসিবুল হাসান সৈকত, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফাহিম আলম, প্রচার ও প্রকাশনা ফৌজিয়া জাহান মিতা, কোষাধ্যক্ষ জামিল আহম্মেদ তন্ময়, মিডিয়া ম্যানেজার আব্দুল্লাহ ইশতিয়াক এবং সদস্য ফয়সাল মাহমুদ সিজান, ফাহিম মুস্তাছির, মোহাম্মদ নাজমুল হোসাইন, মোঃ সুদিপ।

নিসাস এর পথচলা সম্পর্কে নিটার সাংবাদিক সমিতির সভাপতি রুবেল আকন্দ বলেন, “বিভিন্ন জায়গায় নিটারের প্রতিনিধি হয়ে কাজ করার শুরু, প্রতিনিধি হিসেবে কাজ করার বিভিন্ন সময় মনে হতো নিটারে এমন একটি সংগঠন দরকার যা নিটারের সকলের প্রতিনিধিত্ব করবে। “সত্য ও ন্যায়ের সন্ধানে নির্ভীক” এই স্লোগান কে বুকে ধারণ করে সকলের সহযোগিতায় যাতে নিটার কে বিশ্ব দরবারে পৌছে দিতে পারি সেই সহযোগিতা প্রত্যাশী সকলের কাছে।”

সাধারন সম্পাদক শান্ত মালো জানান, “নিটার সাংবাদিক সমিতি নিসাস কোনো সংগঠন বা ক্লাব নয়। এটি নিটারিয়ানদের জন্য একটা মাই ম্যান কনসেপ্ট। আগামীতে এই কনসেপ্টকে আরও শক্তিশালী করা হবে। ক্যাম্পাসের সুনাম দেশ ও দেশের বাহিরে ছড়িয়ে দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য।”

নিটারের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও নিসাস প্রতিষ্ঠা নিয়ে অনেক উচ্ছ্বসিত। বিভিন্ন সংবাদ মাধ্যম ও মিডিয়ার সাথে সুসম্পর্ক রেখে নিসাস আগামীতে নিটারকে বিশ্ব দরবারে পৌছে দেবে এমনটাই আশা রাখছেন নিটারের শিক্ষক ও শিক্ষিকারা।

আরও পড়ুন...