নিপীড়ন-ধর্ষণের প্রতিবাদে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটি ছাত্রদলের মানববন্ধন

রাজন্য রুহানি,জামালপুর: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) সকালে শহরের ফৌজদারি মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি রেজওয়ান আহমেদ শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিম আহমেদ রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসাইন, সারা আমীন, সদস্য মাহফুজ আল সাইফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে মহামারীর মতো নারীর বিরুদ্ধে চলছে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তাসহ ঘৃণ্য সব কর্মকাণ্ড। এ কোন দেশে আমরা বাস করছি, ধর্ষণের পরেও ধর্ষকদের যথাযথ বিচার হচ্ছেনা। আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে ধর্ষক ও অপরাধীরা। এতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নারীরা বাইরে অনিরাপদ। এখন তাদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। আমরা এই অরাজক পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ চাই। অবিলম্বে দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অন্তর্বতীকালীন সরকারের কাছে এই দাবিগুলো জানিয়েছেন তারা।

আরও পড়ুন...