নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান: সাঈদ খোকন

পিবিএ,ঢাকা: খাদ্যে ভেজাল বিরোধী অভিযান আরো জোরদার করা হবে, সেই সঙ্গে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার রাজধানীর বেইলী রোডে খাদ্যে ভেজালবিরোধী অভিযান উদ্বোধনের সময় তিনি এ ঘোষণা দেন। এসময় অভিযান আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশা দেন তিনি।

সদ্যই শেষ হয়েছে এক সপ্তাহের খাদ্যে ভেজালবিরোধী অভিযান। তারপরপরই ফের অভিযান শুরু করল ডিএসসিসি।

সাঈদ খোকন বলেন, খাদ্যে ভেজাল বিষয়টি জনগণের মাঝে উৎকণ্ঠায় পরিণত হয়েছে। ভেজালের পরিমাণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে নাগরিকদের স্বাস্থ্যে হুমকির মুখে পড়েছে। প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন খাদ্যে ভেজাল, মাদক, সন্ত্রাস কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, গত ১৪ জানুয়ারি থেকে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান শুরু হয়। আগে শুধু আর্থিক জরিমানা হতো। ভেজাল নিয়ন্ত্রণে এবার বিভিন্ন মেয়াদী কারাদণ্ড দিয়েছি। সেই সঙ্গে জরিমানা, অনেকের ট্রেড লাইসেন্স বাতিল এবং বিভিন্ন রেস্তোরা সিলগালা করে দেয়া হয়েছে। নাগরিকরা এ অভিযানে সাধুবাদ জানিয়েছে, পাশাপাশি এমন অভিযান অব্যাহত রাখার অনুরোধও জানিয়েছে। এরইপ্রেক্ষিতে ফের এ অভিযান শুরু করেছি।

হোটেল, রেস্তোরাঁ মালিকদের সতর্ক করে সাঈদ খোকন বলেন, হোটেল-রেস্তোরাঁ মালিক এবং সংশ্লিষ্টদের বলবো খাদ্যে ভেজাল বিষয়ে আপনারা সংশোধন এবং সতর্ক হন। অন্যথায় এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারদণ্ডের মেয়াদ আরো বাড়ানোর পাশাপাশি আর্থিক জরিমানাও বাড়ানো হবে।

এসময় মেয়র বেইলী রোডে অবস্থিত নবাবী ভোজ রেস্তোরায় ঢুকে রেস্তোরার ভেতরের পরিবেশ পরিদর্শন করেন। পাশাপাশি খাদ্যে ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি থেকে দূরে থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বিশেষ এ অভিযান উদ্বোধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হোসেন, নিরাপদ খাদ্য অধিদফতরের প্রতিনিধি তুষার আহমেদ, র‌্যাবের ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, বিএসটিআই এর প্রতিনিধি আজহারুল হক, ঔষধ প্রশাসন পরিদফতরের প্রতিনিধি মাহবুব হোসেন প্রমুখ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...