নিরপেক্ষভাবে আপিল নিস্পত্তি করবে ইসি

পিবিএ, ঢাকা– একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ফিরে পেতে আগ্রহীদের আপিল নিরপেক্ষভাবে নিস্পত্তি করবে কমিশন এমন কথা বলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে আপিল নেওয়া বুথ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, যারা আপিল করেছেন, তাদের আপিল আইনানুগ ও নিরপেক্ষভাবে নিস্পত্তি করা হবে।

ন্যায়বিচার নিয়ে তিনি বলেন, এটা আসলে আপেক্ষিক বিষয়। এটা একেক জনের কাছে একেক রকম। তবে সকল প্রার্থীর যুক্তি তর্ক শুনেই আপিলের সিদ্ধান্ত দেবে কমিশন।

পিবিএ/এসআই/এএইচ

আরও পড়ুন...