নিরপেক্ষ শিক্ষক দিয়ে ডাকসু পুনর্নির্বাচন চান নুরুল হক

ভিপি
ভিপি নুরুল হক নুর

পিবিএ, ঢাবি : ডাকসু নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের পদত্যাগ চেয়ে সব পদে আবারো নির্বাচন দাবি করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি নুরুল হক নুর।

আজ সন্ধ্যায় তিনি এ দাবির কথা জানান। এর আগে ভিপি ও সমাজসেবা পদ ছাড়া বাকি পদগুলোতে পুনর্নির্বাচন চাইলেও পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছিলেন তিনি।

নুর বলেন আরো জানান, তিনি ডাকসুর পুনর্নির্বাচন চান। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ মার্চের মধ্যে পুনর্নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। নিরপেক্ষ শিক্ষকদের মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। সুষ্টু নির্বাচন হলে সব পদে আমরাই জিতব।

ছাত্রলীগের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর বিষয়ে নুর বলেন, ছাত্রলীগ প্রয়োজনে কাছে টানে প্রয়োজন ফুরিয়ে গেলে ছুড়ে ফেলে।

নির্বাচন প্রত্যাখ্যান করা অন্যান্য সংগঠন এ বিষয়ে যা সিদ্ধান্ত নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান সদ্য নির্বাচিত ডাকসু ভিপি নুর ।

ছাত্রলীগের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর বিষয়ে নুর বলেন, ছাত্রলীগ প্রয়োজনে কাছে টানে প্রয়োজন পুরিয়ে গেলে ছুড়ে ফেলে।
সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ১১ হাজার ৬২ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...