নিরাপদে পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে এভারেস্টের সমান গ্রহাণু

পিবিএ,ডেস্ক: নিরাপদে পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে এভারেস্টের সমান গ্রহাণু ২০১২এক্সএ১৩৩! এটি ঘণ্টায় ১৯ হাজার ৪৬১ মাইল বেগে ছুটে আসা প্রায় আড়াই মাইল চওড়া গ্রহাণুটি পৃথিবীর পাশ ঘেঁষে বেরিয়ে গেছে।

আজ (২৯ এপ্রিল) ভোর ৫টা ৫৬ নাগাদ পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যায় এটি।

নাসা সূত্রে জানা গেছে, গ্রহাণুটির আকার প্রায় এভারেস্টের সমান। বৃহৎ ২০১২এক্সএ১৩৩ নামের গ্রহাণুর সামনের অংশে উঁচু রেখার মতো রয়েছে, যা দূর থেকে মাস্কের মতো দেখাচ্ছে।

গ্রহাণুটির কোড নাম ৫২৭৬৮ এবং এটি শেষবার ১৯৯৮ সালে দেখা গিয়েছিল। পৃথিবী ঘেঁষে উড়ে যাওয়ার সময় পৃথিবী থেকে এর দূরত্ব হয় ৩৯ লাখ কিলোমিটার।

ঘটনার সময় মহাকাশের দিকে চোখ রেখেছিলেন নাসার বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা জানান, যদি এটি পৃথিবীর সঙ্গে কোনোভাবে ধাক্কা খেত তাহলে ভইয়ংকর বিপদ হতো পৃথিবীর।

সম্প্রতি এই গ্রহাণুর ছবি তুলেছেন মহাকাশবিদরা। একটি অবজারভেটরি থেকে সেই ইমেজ প্রকাশ্যে আনা হয়েছে। দেখা গিয়েছে, প্রায় ২ কিলোমিটার চওড়া আগামী ২০৭৯ সাল অবধি এই গ্রহাণু থেকে নিশ্চিন্ত হতে পারে বিশ্ববাসী। কারণ ২০৭৯ সালের আগে এটি পৃথিবীর কাছে আর ফিরবে না বলে মনে করা হচ্ছে।
পিবিএ/এএম

আরও পড়ুন...