পিবিএ,ময়মনসিংহ: জাতীয় নিরাপদ খাদ্য দিবস চলমান সময়েই ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালী এলাকায় রোর ফ্যাশন লি. এর অসংখ্য শ্রমিক খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
শনিবার (০২ ফেব্রুয়ারি) ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইরিন (২৬), নীরব (২৫), কুলছুম (২৫), সোনিয়া (২৩), নেহার (৪৫), সুমি (২০), ইয়াছমিন (১৮), কুলছুম বেগম (৪৫), রিপন (৩০), রেজাউল (২২), মাসুদ রানা( ২৮), খাইরুল (২৫), আবুল কাসেম (২৫), মিজান (২৫), পারভীন (২৩), জালাল (২১), সেলিম (২০), নাজমুল (৩২), মোলাম (৩৪) নামের শ্রমিকরা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়াও ফ্যাক্টরীর আশপাশের বাড়ী ঘরে অসংখ্য অসুস্থ শ্রমিক স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতালে চিৎিসাধীরা জানান।
আক্রান্ত শ্রমিকরা আরো জানায়, গত ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) ওই ফ্যাক্টরীতে বর্ষপূর্তি অনুষ্ঠানে বিকাল ৩ টার দিকে সকল শ্রমিকরা খাওয়া দাওয়া করে। বিকেলে শ্রমিকরা বাড়ী ফেরার পর একে একে সকলেই অসুস্থ্য হতে থাকেন। রাতে এসব শ্রমিক বমি ও পেটের পীড়ায় আক্রান্ত হয়।পরে শুক্রবার সারাদিনে প্রায় শতাধিক শ্রমিক পেটের পীড়ায় আক্রান্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা নেয় তারা। এদের মধ্যে গুরুতর অসুস্থ্যরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে বাধ্য হয়েছেন। ঘটনার পর হতে ওই ফ্যাক্টরী বন্ধ রয়েছে বলে আক্রান্ত শ্রমিকরা আরো জানান।
এদিকে ময়মনসিংহ শিল্প পুলিশের এসপি সোয়েব আহাম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/ইএইচকে