নির্বাচনকে ঘিরে পোস্টারে ছেয়েছে এফডিসি

পিবিএ ডেস্ক : চিত্রপরিচালকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২৫ জানুয়ারি। সেই নির্বাচনকে সামনে রেখে নানা রংয়ের পোস্টার শোভা পাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে।

প্রচারণার অংশ হিসেবেপ্রার্থীরা এফডিসিতে পোস্টার ও ফেস্টুন লাগাতে শুরু করেছেন। এ কারণেই মূল ফটক থেকে শুরু করে পুরো এফডিসি এলাকা পোস্টারে ছেয়ে গেছে।

এফডিসিতে সবার আগে পোস্টার লাগিয়েছেন সাংগঠনিক সচিব পদপ্রার্থী কাবিরুল ইসলাম রানা। তিনি গুলজার-খোকন পরিষদ থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।

রানা বলেন, ‘অন্যান্য নির্বাচনের তুলনায় পরিচালক সমিতির নির্বাচন ভিন্ন। এ সময়টা আমরা চিত্রপরিচালকরা উৎসবে মাতি। নির্বাচন উপলক্ষে সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতেই পোস্টার লাগিয়েছি। নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতেই ব্যাক্তিগতভাবে পোস্টার লাগানোর অন্যতম উদ্দেশ্য’।

এদিকে বাদল-বজলুর পরিষদ থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন পরিচালক দেওয়ান নাজমুল। তিনি বলেন, ‘পোস্টার লাগানোর পর অনেকে এসে পোস্টারের প্রশংসা করছেন। সেটা শুনে বেশ ভালোই লাগছে। আশা করছি পরিচালকরা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন।’

চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচনে ১৯ পদের জন্য ৬ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার গুলজার-খোকন পরিষদের বিপরীতে লড়ছে বাদল-বজলুর পরিষদ।

পিবিএ/জিজি

আরও পড়ুন...