পিবিএ, ঢাকা– আজ (রবিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন তারা এই (৯ ডিসেম্বর) দিনে বিকাল ৫ টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের প্রত্যাহার করতে হবে। এবার নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ৩৯ টি।
রবিবার (৯ ডিসেম্বর) নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।
নির্বাচনের তফসিল অনুযায়ী দল ও জোটকে চূড়ান্ত প্রার্থী বাতিল তালিকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। যার অনুলিপি দিতে হবে নির্বাচন কমিশনে।
গত ২৮ নভেম্বর ছিল মনোনয়ন দাখিলের শেষ সময়। মোট ৩ হাজার ৬৫ টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জামা পরে মোট ২ হাজার ৫৬৭ টি ও স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮ টি মনোনয়ন পত্র।
এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়া ৫৪৩ জন এর মধ্যে মনোনয়ন পত্র বৈধতা পায় ২৪২ জন ও অবৈধ ঘোষণা করা হয় ৩০১ জনের মনোনয়ন। টানা তিন দিন আপিল শুনানি শেষে বৃহস্পতিবার (প্রথম দিন) ৮০ জন, শুক্রবার (দ্বিতীয় দিন) ৭৮ জন ও শনিবার (শেষ দিন) ৮৪ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেন।
আগামীকাল ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই সবাই নির্বাচনী প্রচারে মাঠে নামবেন প্রার্থীরা। আগামী ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।
পিবিএ/এমটি/এইচএইচ