নির্বাচনে ইভিএম ব্যবহারে ভুলত্রুটি ছিল: কেএম নূরুল হুদা

পিবিএ,ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভএিম ব্যবহারে ভুলত্রুটি ছিল বলে মন্তব্য করছেন প্রধান নির্বাচন কমশিনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলনে, জাতীয় সংসদ নির্বাচনে ৬টি নির্বাচনী এলাকায় আমরা ইভিএম ব্যবহার করেছি। দূর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি সেটা কোথাও কোথাও ভুলত্রুটি ছিল, অসুবিধা ছিল। সে অসুবিধাগুলো নতুন একটা পদ্ধতি প্রয়োগরে সময় হতে পারে। একবারে হতে পারে না এটা আমি বলবো না। তবুও আপনাদের সাবধানতা, সর্তকতা যদি বেশি থাকত, তাহলে সে রকম ভুল হওয়া উচিত ছিল না।

বুধবার সকালে আগারগাঁওস্থ ইটিআই ভবনে ৫ম উপজলো নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহাররে মাধ্যমে ভোট গ্রহণ র্শীষক প্রশিক্ষণ উদ্বোধনকালে কেএম নূরুল হুদা এসব কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দশ্যে করে তিনি বলনে, ইভিএম নিয়ে আমরা অনেক কথা বলেছি। ইভিএম আমরা ধারণ করি। ইভিএমরে উপরে আমাদের আস্থা, বিশ্বাস নানা কারণে এ কথা আপনাদের

সামনে আমরা বার বার বলেছি। যত্নসহকারে এর প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণ দেবেন। নতুন একটা পদ্ধতি বলে এর কোথাও কোথাও কোনো ভুলভ্রান্তি হয় মানুষরে মধ্যে আস্থার সঙ্কট সৃষ্টি হয়। সেটা আপনাদের ওপর নির্ভর করে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বলেছিলাম এটা (ইভিএম) এমন একটা সিস্টেম যে আধাঘণ্টা, একঘণ্টার মধ্যে জনগণরে কাছে তুলে দেবো। আমরা সেটি পারিনি। কেনো পারিনি সে কারণগুলো নির্ধারণ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহাররে কি ভুল ছিল সেগুলো শনাক্ত করতে হবে। সেগুলো সংশোধন করতে হবে। ইভিএম ব্যবহার করতে পারলে নির্বাচনে যে অনিয়ম হয়। তার বেশরিভাগ অনিয়ম বন্ধ হয়ে যাবে।

পিবিএ/এআর

আরও পড়ুন...