নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেবেন না মাইক পেন্স

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, দেশটির আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন না তিনি।

দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিস্ফোরক মন্তব্য করেন পেন্স। খবর এএফপির।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন পেন্স। প্রথমে দুজনের মাঝে সম্পর্ক ভালো থাকলেও পরে তার অবনতি হতে থাকে। বিশেষ করে ২০২০ সালের নির্বাচনে হার মেনে নিতে পারেননি ট্রাম্প। সে নির্বাচনের ফল বাতিল করতে তিনি পেন্সকে অনুরোধ করেন। পেন্স এই অনুরোধ না রাখায় তাদের মাঝে তৈরি হয় তিক্ততা। এতে ট্রাম্প এবং তার সমর্থকদের শত্রু বনে যান পেন্স।

সাক্ষাৎকারে পেন্স বলেন, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সরকারে কাজ করতে পেরে তিনি গর্বিত এবং এই সরকারের ভালো ভালো কাজের অনেক নজির রয়েছে। তবে বর্তমানে তার সঙ্গে ট্রাম্পের অনেক বিষয়েই রয়েছে মতভেদ।

ট্রাম্প ইতোমধ্যে রিপাবলিকান প্রার্থী হিসেবে জো বাইডেনের বিপক্ষে নির্বাচনে দাঁড়াচ্ছেন। ট্রাম্প ও বাইডেন কাউকেই সমর্থন করবেন না বলে জানিয়েছেন পেন্স। তবে তৃতীয় কারও প্রতিও তিনি এখনো সমর্থন প্রকাশ করেননি।

আরও পড়ুন...