নির্বাচনে নিরাপত্তা দিতে পুলিশের পূর্ণ ক্ষমতা আছে: আইজিপি

পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে তাদের মধ্যে কাজের স্পৃহা জাগানো ও মানুষের আস্থা অর্জনের পর নির্বাচনের বিষয়ে চিন্তা করবেন বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। তবে এখনই একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করার পূর্ণ ক্ষমতা পুলিশের আছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলে নির্বাচনের সময় ভোট কারচুপিতে তৎকালীন পুলিশ বাহিনী সহায়তা করেছে।

আগামীতেও পুলিশ দলীয়ভাবে ব্যবহৃত হবে কি না, তাদের মনিটরিং কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশের এখন পর্যন্ত কেমন প্রস্তুতি আছে? সাংবাদিকরা আইজিপিকে প্রশ্ন করেন।
উত্তরে বাহারুল আলম বলেন, আমরা তো নির্বাচনের পর্যায়ে যেতে পারিনি।

এখন আমরা পুলিশ ফোর্সের মনোবল ফিরিয়ে আনা এবং তাদের মধ্যে কাজের স্পৃহা জাগানো এবং পুলিশকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাতে মানুষ পুলিশের ওপর আস্থা পায়।

তিনি বলেন, আমি সামনের সপ্তাহ থেকে প্রতিটি বিভাগে গিয়ে পুলিশ ফোর্সের সঙ্গে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। তাদের মধ্যে অনেক হতাশা, ক্ষোভ আছে। সেই জায়গাগুলো দেখতে চাই৷ পুলিশ বাহিনীকে ওই পর্যায়ে নেওয়ার পর পরবর্তীতে হয়তো নির্বাচনের বিষয়টি আমরা চিন্তা করবো। তবে একটি বিষয়ে আমি ব্লাইন্ড চেক দিতে পারি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে করার যে পুলিশি সাহায্য, এটা করার পূর্ণ ক্ষমতা আমদের আছে।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনটি নির্বাচন হয়েছে, সেগুলো আমরা করেছি। এই ব্যাপারে আমি নিশ্চিত। আমরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম।

আরও পড়ুন...