নির্বাচনে বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেয়া হবে না: র‌্যাব ডিআইজি

পিবিএ, রংপুর: উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন র‌্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক। শনিবার (২৩ মার্চ) বেলা ১১ ঘটীকায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রেস ব্রিফিং করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে যাতে ভোটার নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। কেউ যদি কেন্দ্র দখল, প্রভাব বিস্তার, জাল ভোট দেয়া বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিশৃঙ্খলাকারি যে দলের হোক কোন ছাড় দেয়া হবে না।

মোজাম্মেল হক বলেন, নির্বাচনী এলাকার শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিত করতে র‌্যাবের সর্বাত্মক টহল অব্যহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি টিম নিরলসভাবে কাজ করছে। কোন অবস্থাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেয়া হবে না।

পিবিএ/এসকে/হক

আরও পড়ুন...

preload imagepreload image