নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু করা যাবে প্রচার। কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন আসনে শুরু করা হয়েছে প্রচার। ব্যানার, পোস্টারিংসহ বিভিন্নভাবে ভোটারদের কাছে ভোট চাওয়া হচ্ছে। চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর ব্যানার টানানো হয়েছে নির্বাচনী এলাকায়। ছবিটি দেওয়ানহাট এলাকা থেকে তোলা। সোমবার, ৪ ডিসেম্বর। ছবি : পিবিএ/এম ফয়সাল এলাহী