নির্বাচন থেকে সরাতেই হামলা: ফখরুল

শরিফুল ইসলাম,পিবিএ, ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ সদস্য নির্বাচন থেকে দূরে সরাতেই গাড়িবহরে হামলা করা হয়েছে। যতই হামলা করা হোক না কেন; বিএনপি নির্বাচনী মাঠ ছেড়ে যাবে না।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী প্রচারণীয় একথা বলেন তিনি।

নির্বাচনী প্রচারণার উদ্দেশে ঢাকা থেকে ঠাকুরগাঁও আসছিলেন। পথে দানারহাট ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ শুরু করেন। এসময় একদল যুবক লাঠিসোটা নিয়ে তার গাড়িবহরে হামলা চালায়। এতে ৬/৭টি গাড়ি ভাংচুর করা হয়েছে। এ সময় মির্জা ফখরুলের ১০ জন সফর সঙ্গী আহত হয় বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।

সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কে বা কারা হামলা করেছে? বিষয়টি খতিয়ে দেখছি।

পিবিএ/এসআই/এএইচ

আরো পড়ুন: ফখরুলের গাড়িবহরে হামলা

আরও পড়ুন...