পিবিএ,ঢাকা: নির্বাচন যেনো দুধ ভাত খেলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযোগ দিতে এসে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
ববি হাজ্জাজ গণঐক্য জোটের প্রার্থী হিসেবে এবার বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীক নিয়ে ঢাকা-৬ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি বলেন, আমাদের ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রত্যেকেই নির্বাচনে প্রচারনা কাছে বাধা হামলা হুমকি ধামকি নিয়ে অভিযোগ করছে। গতকাল মধ্যরাতে আমার প্রতিপক্ষ ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশিদ সাহেবর গুন্ডা বাহিনী দিয়ে আমার গেন্ডারিয়ার কার্যালয় ভাঙচুর করা হয়। আমার নেতাকর্মীদের ওপর অত্যাচার চালান হুমকি ধামকি দেন। এখানে আসার আগ পর্যন্ত তারা আমার নির্বাচনী অফিস দখল করে রেখেছিল।
তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে না পেরে সচিবের কাছে চিঠি দিয়েছি। সচিব সাহেব কোনো প্রতিকার দিতে পারেননি। নির্বাচন যেনো একটা দুধভাত খেলা। আমাদের কর্মীরা যেনো দুধভাত। আমাদের কার্যালয় ভেঙে দিবে কর্মীদের মারধর করবে। আর ইসি আশ্বাসের বাণী শুনিয়ে বলছেন দেখবেন দেখবেন।
পিবিএ/ এসআই/জেডআই