পিবিএ , ঢামেক : রাজধানীর ডেমরা কোনাপাড়া শাহজালাল রোডে একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শরিফ (২০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আজিম (২২) ও রাসেল (৩০) নামের আরো ২ শ্রমিক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অহত অবস্থায় শরিফ সহ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬ টায় শরিফকে মৃত ঘোষণা করেন।
ভোলা চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শরিফ। সহকর্মীদের সাথে থাকতো শাহজালাল রোডের একটি টিনসেড বাসায়।
নিহতের সহকর্মী মোঃ শাকিল জানান, কোনাপাড়া শাহ জালাল রোডের একটি নির্মাণাধীন ৪ তলা ভবনে রড মিস্ত্রির কাজ করে তারা। ৮/১০ দিন ধরে শরিফ এই কাজে আসে। আজ বিকেলে শরিফ, আজিম ও রাসেল রশি বেধে ভবনের নিচ থেকে ছাদে রড উঠাচ্ছিলো। উঠানোর সময় ভবনের পাশের একটি বিদ্যুতের তারের সাথে স্পর্শে ওই ৩জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সন্ধ্যায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। আহত আজিম ও রাসেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
পিবিএ/জেডআই