নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরিফ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে বুধবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের মধইল বাজারে র‌্যাব-৫ ও র‌্যাব-২ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন সাপাহার উপজেলার মধইল গ্রামের ইমাম হোসেনের ছেলে।

আসামী মোঃ আরিফ হোসেনসহ তার অন্যান্য সহযোগী জেএমবি সদস্যরা বিগত ২০১৭ সালের ২২ জুলাই ডিএমপির মোহম্মদপুর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একদল লোক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনার জন্য গোপন বৈঠকে মিলিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে উক্ত আসামী আরিফ পালিয়ে গেলেও ১। মোঃ সোহাইব শেখ ও ২। মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক একটি ৭.৬৫ মি:মি: (Made in USA) বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ও ১টি ধারালো চাপাতি এবং উগ্রবাদী বই সহ হাতেনাতে গ্রেফতার হয়। এ সংক্রান্তে মোহাম্মদপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। যাহা মামলা নাং-৯৪(০৭)১৭, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬(২) এর (উ)/৮/৯(১)/১০/১১/১২। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় মোঃ আরিফ হোসেনসহ বেশ কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গিয়েছিল। তন্মধ্যে মোঃ আরিফ হোসেন(২৭) একজন শীর্ষ জেএমবি নেতা।

পরবর্তীতে ধৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্লিখিত আসামীকে বিগত ২০১৭ সালের ৪ নভেম্বর গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। জঙ্গী আরিফ উক্ত মামলায় ৪ বছর দশ মাস জেল হাজতে থাকার পর জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক হলে বিজ্ঞ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল বর্ণিত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

এছাড়াও জামিনের পর থেকে উক্ত আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করে আসছিল এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন (জেএমবি)’র কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছিল। বর্ণিত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর হতে র‌্যাব-২’র আভিযানিক দল তাকে গ্রেফতারের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর বিশেষ আভিযানিক দল উক্ত আসামীর অবস্থান সনাক্ত করে নওগাঁ জেলার সাপাহার থানা এলাকা হতে র‌্যাব-২ ও র‌্যাব-৫ এর যৌথ অভিযানে গতকাল (২৬ জুলাই) মধ্যাহ্নে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)”র শীর্ষ নেতা এবং দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য মোঃ আরিফ হোসেন (২৭)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে উক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...