পিবিএ ডেস্কঃ ইয়ন মরগান পাকিস্তানের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। দোষী প্রমাণিত হলে দুই ম্যাচ বাইরে থাকতে হবে তাকে। তাতে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের পরের ম্যাচে খেলা হবে না মরগানের।
সোমবার ট্রেন্টব্রিজে পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে হেরে গেছে ইংল্যান্ড। ম্যাচে নির্ধারিত সাড়ে তিন ঘণ্টায় ৫০ ওভার সম্পন্ন করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত সময়ের চেয়ে ১৯ মিনিট বেশি সময় নেয়ায় নিষেধাজ্ঞার হুমকিতে পড়েছেন মরগান।
জানা যায়, নির্ধারিত সময়ে ৪৭ ওভার সম্পন্ন করতে পেরেছে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে পাকিস্তান সিরিজেও স্লো-ওভার রেটের কারণে নিষিদ্ধ হয়েছিলেন মরগান।
স্লো-ওভার রেটের দুটি পর্যায় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করলে সেটিকে ছোট অপরাধ হিসেবে ধরা হয়। এক্ষেত্রে জরিমানা ও সতর্কতা জোটে সংশ্লিষ্ট অধিনায়কের। তবে ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার এমনটি ঘটলে এক ম্যাচের নিষেধাজ্ঞা জুটে কপালে।
অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভারের বেশি কম করলে সেটিকে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে অধিনায়ককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলে এদুটি ম্যাচেই দর্শক হয়ে থাকতে হবে মরগানকে।